মাদক কেনার দায়ে ২২ কিশোরকে কারাদণ্ড
মাদক কেনার দায়ে সংঘবদ্ধ ২২ কিশোরকে তিন থেকে থেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাশ দ্য ডেইলি স্টারকে জানান, এদের মধ্যে ১৯ জনকে কারাগারে এবং ১৮ বছরের কমবয়সী হওয়ায় বাকিদের গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ পেয়ে গতকাল রাজধানীর মুগদা এলাকার মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি থেকে এদের আটক করে র্যাব-৩ এর সদস্যরা।
ওই এলাকায় উপদ্রব সৃষ্টির জন্য স্থানীয় লোকজন এই সংঘবদ্ধ কিশোরদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলো বলে জানান এই র্যাব কর্মকর্তা।
Comments