শিরোপা ধরে রাখার অভিযানে হোঁচট খেল বাংলাদেশ
ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ের পর হোঁচট খেয়েছে বাংলাদেশ। নেপালের কাছে হেরে প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার অভিযানটা কঠিন করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৭ অগাস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে নিজেদের আগের দুই ম্যাচে জিতেছিল কিশোররা। ভুটানকে ৫-২ গোলে হারিয়ে শুভ সূচনা করার পর শ্রীলঙ্কাকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় নেপাল। লক্ষ্যভেদ করেন কৃষাণ অধিকারী। বিরতির পর ৫২তম মিনিটে সুগান জিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এরপর ৭৯তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ।
তবে উচ্ছ্বাস স্থায়ী হয়নি বেশিক্ষণ। শেষদিকে বাংলাদেশকে হজম করতে হয় আরও দুই গোল। ৮৪তম মিনিটে বল জালে জড়ান প্রদীপ লামসাল। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে নেপালের বড় জয় নিশ্চিত করেন কৃষাণ।
বাজেভাবে হারলেও ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে রয়েছে নেপাল।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারত এরই মধ্যে নিশ্চিত করেছে ফাইনাল। দিনের আগের ম্যাচে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। ৩ ম্যাচে ভারতের অর্জন পূর্ণ ৯ পয়েন্ট। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী হবে বাংলাদেশ বা নেপাল। আগামী বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই দিনে নেপাল লড়বে ভুটানের বিপক্ষে।
দুর্বল ভুটান এখন পর্যন্ত ৩ ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি। অঘটন না ঘটলে তাদের বিপক্ষে নেপালের জয় পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। অন্যদিকে, প্রতিযোগিতায় এখনও অপরাজিত ভারতকে হারানো বাংলাদেশের জন্য বেশ কঠিন হবে। ফাইনালে যেতে হলে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই কিশোরদের।
Comments