বাংলামোটরে ফুটপাতে উঠে গিয়ে নারীর পা পিষ্ট করল বাস
রাজধানীর বাংলামোটর এলাকায় ফুটপাতে উঠে গিয়ে এক নারীর পা পিষ্ট করেছে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাস।
আহত কৃষ্ণা রায় চৌধুরী (৫৫) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ম্যানেজার। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হাঁটুর নিচ থেকে তার পা বিচ্ছিন্ন করেছেন।
বিআইডব্লিউটিসি’র বাংলামোটর প্রধান কার্যালয়ের এই কর্মকর্তার স্বামী রাধে শ্যাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর আড়াইটার দিকে অফিসের পাশে এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়েছিলেন কৃষ্ণা। এসময় ট্রাস্ট পরিবহনের একটি বাস ফুটপাতে উঠে গিয়ে তার স্ত্রীর পা পিষ্ট করে। তার মাথাতেও গুরুতর আঘাত লেগেছে।
তিনি বলেন, অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়েছিল বাসটি।
আহতের স্বামী আরও বলেন, কৃষ্ণাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ স্থানান্তর করা হয় তাকে। সেখানে তার পায়ে অস্ত্রোপচার করা হয়।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, বাসের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাসটি জব্দ করে রেখেছে পুলিশ।
Comments