মানিকগঞ্জে বিদেশি পিস্তলসহ ৪ যুবক আটক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পাড়িল বলধারা গ্রামের আজাদ, নয়াবাড়ির কামরুল হাসান, চারিগ্রামের মঞ্জুর হোসেন ও ফরশেদ আলম জুয়েল।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মো. রায়হান ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সিংগাইর উপজেলার নয়াবাড়ি এলাকায় অভিযান চালায়।
সেসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা চার যুবককে তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর মামলা দায়ের করা হয়েছে।
Comments