মশা নিধনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এডিস মশা নিধনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, মশার প্রজনন ক্ষেত্র ও আবাসস্থল ধ্বংসে সারাদেশে কার্যকরভাবে ওষুধ ছিটাতে হবে।
আজ (২৬ আগস্ট) একটি স্বপ্রণোদিত (সুয়ো মোটো) রুলের শুনানিতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মশা নিধনে কী ধরণের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, তার অগ্রগতি বিষয়ে আগামী ১৬ অক্টোবরের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে ১৬ অক্টোবর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত।
Comments