মেসির ইনজুরির অবনতি
শুরুতে ভাবা হয়েছিল চোট বড় কিছু নয়, অল্প কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সে অনুযায়ী দিন পাঁচেকের বিশ্রাম নিয়ে জিমে অনুশীলন শুরু করেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এরপর ১০ দিন পর তো মাঠে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেন। উদ্দেশ্য ছিল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে থাকা। কিন্তু তাতো পূরণ হয়নি উল্টো বড় দুঃসংবাদই শুনতে হচ্ছে তাকে। বার্সেলোনার পরবর্তী ম্যাচ ওসাসুনার বিপক্ষেও তার থাকার সম্ভাবনা নেই আর। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ৫ আগস্ট অনুশীলনে যোগ দেন মেসি। প্রথম দিনেই ডান পায়ের কাফ মাসেলে টান লাগে তার। যদিও কিছুটা চোট আগে থেকেই ভোগাচ্ছিল তাকে। অনুশীলনের এক পর্যায়ে অস্বস্তি বোধ করতে থাকেন মেসি। পরে ডান পায়ের পরীক্ষা করা হয়। সেখানে গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়ে। এ ধরণের চোট সাড়তে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ লাগে। তবে দুর্ভাগ্য মেসির। এখনও প্রত্যাশা অনুযায়ী ইনজুরির উন্নতি হয়নি।
দলে শুধু মেসিই নন, ইনজুরিতে আছেন লুইস সুয়ারেজ ও উসমান দেম্বেলেও। দেম্বেলেতো পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ওসাসুনার বিপক্ষে সুয়ারেজকেও পাওয়ার সম্ভাবনা নেই। এক আতোঁয়া গ্রিজমান ছাড়া ফরোয়ার্ড লাইনে নেই বলার মতো কোন তারকা। অবশ্য শেষ ম্যাচে এই গ্রিজমানের নৈপুণ্যেই রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। জোড়া গোল তো করেছেনই, সঙ্গে সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন এ ফরাসী। তাতে কিছুটা স্বস্তি মিলেছে কাতালান শিবিরে। কিন্তু দলের সেরা তারকার লম্বা ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে কোচ এরনেস্তো ভালভার্দের কপালে।
এদিকে দলের সেরা তারকাদের ইনজুরিতে বরাত খুলেছে ১৬ বছরের কিশোর আনসু ফাতির। বেতিসের বিপক্ষে সিনিয়র দলে অভিষেক হয় বার্সেলোনা বি দলের এ ফুটবলারের। মাত্র ১৬ বছর ৩০০ দিন বয়সেই বার্সেলোনার মূল দলে খেলে ফেললেন। কাতালান ক্লাবের জার্সি গায়ে অভিষেক হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি। আর শুরুতেই নজর কেড়েছেন এ কিশোর। মাঠে নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। বাঁ প্রান্ত থেকে তার নেওয়া একটি শট তো কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
Comments