ঝলক দেখালেন নাঈম হাসান

Nayeem Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই দীর্ঘ পরিসরের ক্রিকেটে জ্বলে উঠলেন অফ স্পিনার নাঈম হাসান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ঘূর্ণি বলের ভেল্কিতে নিয়েছেন চার উইকেট। তাতে চার দিনের ম্যাচে সুবিধা জনক অবস্থানে আছে বিসিবি এইচপি দল।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এইচপি দলের করা ৩৬০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০১ রান করেছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ১৬ ওভার বল করে ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম।

আগের দিন ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে নেমে শুরুতেই সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় এইচপি দল। কিন্তু জাকির হাসানের সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে নিয়ে যান নাঈম। জাকির ৪৯ আর নাঈম ৩৬ রান করলে সাড়ে তিনশো ছাড়িয়ে যায় সাইমন হেলমটের শিষ্যদের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমেই নাঈমের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৫৯ রানেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। যার সবগুলোই নেন নাঈম। এই নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ঢোকার দাবি জোরালো করলেন তিনি।

দিনের শেষ দিকে অবশ্য ৪২ রানের জুটিতে পরিস্থিতি সামলান প্রমোদ মাদুওয়ায়াস্থা ও আশেন বান্দারা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ এইচপি দল প্রথম ইনিংস: (আগের দিন ২৩৩/৪) ১৩৫.৪ ওভারে ৩৬০ (শান্ত ১৩৩, জাকির ৪৯, মাহিদুল ৪, নাঈম ৩৬, ইয়াসিন ১২, তানভীর ১৬*, শফিকুল ১; ফার্নান্দো ২/৭৪, পেরেরা ২/৬২, করুনারত্নে ০/৫৫, নিশান ১/৭৬, মেন্ডিস ৪/৭৩)

শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রথম ইনিংস: ৩৮ ওভারে ১০১/৪ (নিসানকা ১৬, কুরে ৬, আসালঙ্কা ১৮, ভানুকা ১১, মাদুওয়ান্থা ২১*, বান্দারা ২৩*; ইয়াসিন ০/১৫, শফিকুল ১/৩৫, নাঈম ৪/৩১, তানভীর ০/৯, আফিফ ০/৬)

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago