চোটকে জয় করে তৃতীয় রাউন্ডে জোকোভিচ, সঙ্গী ফেদেরার
একবার-দুবার নয়, ম্যাচের মধ্যে তিন-তিনবার শুশ্রূষা নিতে হলো নোভাক জোকোভিচকে! তারপরও পিছু হটলেন না এই সার্বিয়ান, ছাড়লেন না হাল। কাঁধের চোটকে জয় করে বর্তমান চ্যাম্পিয়ন পা রাখলেন ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে। তার মতোই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরার।
শীর্ষ বাছাই ১৬টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও লন্দেরোকে। সরাসরি সেটে জোকার খ্যাত তারকা জিতেছেন ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-১ গেমে। তৃতীয় রাউন্ডে তিনি মোকাবেলা করবেন স্বদেশী দুসান লায়োভিচ ও যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলার মধ্যকার ম্যাচের বিজয়ীকে।
ম্যাচশেষে তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ জানান, সার্ভ করার সময় তাকে বেশ বেগ পেতে হচ্ছিল। আর ব্যাকহ্যান্ড খেলতেও কষ্ট হচ্ছিল তার। তবে চোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাচটা শেষ করতে পেরে ও পরের রাউন্ডে জায়গা করে নেওয়ায় তিনি যারপরনাই আনন্দিত।
দ্বিতীয় রাউন্ডে ছেলেদের এককে আরও জয় পেয়েছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার ও জাপানের কেই নিশিকোরি। পাঁচবার ইউএস ওপেন জেতা ফেদেরার প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতেছেন। তিনি বসনিয়া-হার্জেগোভিনার দামির জুমহুরকে ৩-৬, ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন। ইউএস ওপেনের ২০১৪ সালের ফাইনালিস্ট নিশিকোরি যুক্তরাষ্ট্রের ব্র্যাডলি ক্লানের বিপক্ষে জিতেছেন ৬-২, ৪-৬, ৬-৩ ও ৭-৫ গেমে।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের অভিযানে থাকা সেরেনা স্বদেশী ক্যাটি ম্যাকনালিকে হারিয়েছেন ৫-৭, ৬-৩ ও ৬-১ গেমে।
Comments