পাকিস্তানের আক্রমণের আশঙ্কায় গুজরাট বন্দরে হাই অ্যালার্ট

Adani Ports
গুজরাটের আদানী বন্দর। ছবি: সংগৃহীত

পাকিস্তান আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় গুজরাটের বন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

গুজরাটে আক্রমণের জন্য সমুদ্রপথে কচ্ছ অঞ্চল দিয়ে পাকিস্তানি কমান্ডোরা ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে গুজরাটের সব বন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

আদানী বন্দর এবং এসইজেড বিবৃতি দিয়ে জানায়, “নৌবাহিনী সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে পাকিস্তানি কমান্ডোরা হারামি নালা ক্রিক অঞ্চল দিয়ে গুজরাটের কচ্ছ উপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে যে, এসব পাকিস্তানি কমান্ডোরা পানির নিচে দিয়ে আক্রমণে বিশেষভাবে পারদর্শী।”

মুন্দ্রা বন্দরের সব জাহাজে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্চ সতর্কতা বজায় রেখে নজরদারীর পরামর্শ দেওয়া হয়েছে।

বন্দরের ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি, উপকূলের কাছাকাছি কোনো সন্দেহজনক ব্যক্তি বা নৌকার সন্ধান পেলে তল্লাশি চালাতে বলা হয়েছে।

উপকূল অঞ্চল বরাবর টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি নিকটবর্তী অফিসে বা বাড়িতেও তল্লাশি চালানোর কথা বলা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে রাস্তার গাড়িতেও।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago