এবার মেয়র আতিকুল জার্মানি গেলেন
আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগদানের জন্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জার্মানির উদ্দেশ্যে আজ (২৯ আগস্ট) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানায়।
৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জার্মানির ডুসেল্ডর্ফ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রই দেশের বাইরে অবস্থান করছেন।
এর আগে, ২৫ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। ডেঙ্গু আতঙ্কের এই সময়ে সাঈদ খোকনের সিঙ্গাপুর যাওয়া নিয়ে বিতর্ক চলাকালীন মেয়র আতিকুল ইসলামও বিদেশে গেলেন।
এরও আগে (২৮ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিলো।
Comments