শ্লীলতাহানির ঘটনায় রাজশাহীতে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি

রাজশাহী শহরের লক্ষ্মীপুর মোড় এলাকায় এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় পবা থানা পুলিশের এক কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বলছে, গণপিটুনির শিকার সাব্বির হোসেন মাদকাসক্ত।
আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাতে এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে ক্লোজ করা হয়েছে। আগে তিনি লক্ষ্মীপুর মোড় এলাকাতে বসবাস করতেন। শ্লীলতাহানির অভিযোগকারী নারী তার পূর্বপরিচিত। মাদক গ্রহণের জন্যই তিনি পবা থেকে লক্ষ্মীপুরে গিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার সময় সাদা পোশাকে ছিলেন সাব্বির হোসেন। শ্লীলতাহানির শিকার নারী সাহায্য চেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
Comments