না ফেরার দেশে এনরিকের ৯ বছর বয়সী মেয়ে
স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বছর না ঘুরতেই ছেড়ে দেন লুইস এনরিকে। মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত মেয়ে জানা এনরিকের পাশে থাকতেই এ সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সব ছেড়েও মেয়েকে বাঁচাতে পারলেন না এ স্প্যানিশ। হাড়ের ক্যান্সারের সঙ্গে পাঁচ মাস যুদ্ধ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তার ৯ বছর বয়সী মেয়ে জানা।
মেয়ের মৃত্যুর সংবাদ নিজেই জানিয়েছেন এনরিকে। টুইটারে এক এক বার্তায় মেয়ের কথা জানিয়ে লিখেছেন, ‘অস্টিওসার্কোমার (হাড়ের ক্যানসার) সঙ্গে গত পাঁচ মাস লড়াই করার পর আজ বিকেলে মারা গেছে আমাদের নয় বছর বয়সী মেয়ে জানা। তুমি আমাদের পরিবারের তারকা হয়ে থাকবে। তোমাকে খুব মিস করব তবে সব সময়ই তোমাকে মনে থাকবে। আশা রাখি ভবিষ্যতে আবার দেখা হবে।’
স্পেনের কোচ হওয়ার আগে বার্সেলোনার কোচ ছিলেন এনরিকের। সাফল্যও পেয়েছেন দারুণ। প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান। ২০১৭ সালে চুক্তি শেষ হলে দায়িত্ব ছাড়েন। এরপর গত বছর দায়িত্ব নিয়েছিলেন স্পেনের। কিন্তু জানার ক্যান্সারের কারণে দলকে নিয়মিত সময় দিতে না পারায় স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দেন তিনি।
জানার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে স্পেন ফুটবল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বলেছে, 'ছোট্ট জানার চলে যাওয়ায় শোক প্রকাশ জানাচ্ছি। পরিবারের সকলের এবং বন্ধুদের প্রতি আমাদের সহমর্মিতা রইল। তাদের বেদনায় আমরা সমব্যথী।' আরএফইএফর প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস বলেছিলেন, ‘তাঁর জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে।’
ইনস্টাগ্রামে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি লিখেছেন, ‘জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’ বার্সা পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘এই কঠিন সময়ে লুইস এনরিকের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও শোক প্রকাশ করছি।’ বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউও শোক জানিয়েছেন, ‘এমন বেদনাদায়ক পরিস্থিতিতে এনরিকের পরিবারের পাশে আছি আমরা। পুরো বার্সেলোনা পরিবার জানার মৃত্যু সংবাদে শোকাচ্ছন্ন।’
শুধু খেলোয়াড়রা-কর্মকর্তারাই নয়, জানার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনগণও। আর পুরো ফুটবল বিশ্বকেও পাশে পাচ্ছেন ৪৯ বছর বয়সী এ পিতা।
Comments