মেসি ও স্পেনকে মিস করেন রোনালদো
লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। বিন্দুমাত্র ছাড় দেন না কেউ কাউকে। কিন্তু মাঠের বাইরে দুইজনের সম্পর্ক বেশ ভালো। একে অপরকে শ্রদ্ধা যেমন করেন, করেন সমীহও। মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও উয়েফার বর্ষসেরা অনুষ্ঠানে প্রশংসায় ভাসালেন একে অপরকে। সেখানেই স্পেনের ফুটবলকে কতোটা মিস করেন তা জানালেন রোনালদো। পাশাপাশি মেসির সঙ্গে দ্বৈরথটা মিস করার কথাও জানান পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমের শুরুতে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তাতে শেষ হয় স্পেনে তার নয় বছরের অধ্যায়। এ সময়ে স্প্যানিশ জায়ান্টদের হয়ে অনেক কিছুই অর্জন করেছেন এ পর্তুগিজ। তাই স্পেনের ফুটবলকে মিস না করে কি পারেন এ তারকা। পাশাপাশি মেসির সঙ্গেও যে দারুণ একটি প্রতিযোগিতা ছিল। তাতে প্রতিনিয়তই নিজেকে আরও এগিয়ে নেওয়ার প্রেরণা পেয়েছেন। সে সব কথাই অকপটে বলেছেন উয়েফার এ অনুষ্ঠানে।
'অবশ্যই আমি স্পেনে খেলা মিস করি। গত ১৫ বছর ধরে আমাদের মধ্যে একটা দ্বৈরথ ছিল, যেটা খুব ভালো। এটা আমাকে এগিয়ে নিয়ে যেত এবং আমিও তাকে এগিয়ে নিয়ে যেতাম। এটা ফুটবলের ইতিহাসের জন্য খুব ভালো। আমি এখানে আছি এবং অবশ্যই সেও এখানে রয়েছে। আমরা এ মঞ্চ প্রায় ১৫ বছর ধরে শেয়ার করছি, আমি এবং সে (মেসি)। আমি ঠিক জানিনা ফুটবলে এর আগে এমনটা হয়েছে কি না। আমরা দুইজন একই লোক, একই মঞ্চ, সব সময়। এটা সহজ নয়।' - স্পেন ফুটবল ও মেসিকে নিয়ে এমনটাই বলেন রোনালদো।
নিজেদের মধ্যকার এ প্রতিযোগিতা আরও কয়েক বছর থাকবে বলেও জানান রোনালদো। আগামী কয়েক বছর আবার উয়েফার এ ধরণের অনুষ্ঠানে আসার অঙ্গীকার জানিয়ে রোনালদো বলেন, 'সে আমার চেয়ে দুই বছরের ছোট, তবে আমার মনে হয় আমার এ বয়সে আমি ভালোই দেখাচ্ছি। আশা করি পরের বছর, তার পরের বছর এবং তিন বছর পরেও এখানে আসব। তাই আমাকে যারা পছন্দ করে না তারাও আমাকে এখানে দেখতে পাবে।'
শুধু রোনালদোই নয়, মেসিও যে রোনালদোকে মিস করেন সেটা ফুটে ওঠে আর্জেন্টাইন তারকার মুখে, 'লা লিগায় ক্রিস্তিয়ানোর থাকাটা খুব ভালো ছিল। বিশেষ করে সে যখন রিয়াল মাদ্রিদে ছিল। ক্রিস্তিয়ানোর সঙ্গে আমার একটা দারুণ দ্বৈরথ ছিল। এখন সে অন্য একটি মহান ক্লাবে আছে এবং আমরা স্পেনে বসেও তাকে সেখানে দেখতেই পাই।'
মেসি ও রোনালদোর মধ্যকার সম্পর্কও বেশ ভালো বলে জানান দুইজনই। তবে মেসির সঙ্গে এখনও ডিনারে বসা হয়নি বলে আক্ষেপ করেছেন রোনালদো, 'আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আমরা এখনও একসঙ্গে ডিনার করিনি, তবে আশা করছি ভবিষ্যতে এটা হবে।'
Comments