ওসাসুনার বিপক্ষেও নেই মেসি
স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলে ফেলেছে দুটি ম্যাচ। চোটের কারণে কোনোটিতেই ছিলেন না লিওনেল মেসি। পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা এই আর্জেন্টাইন তারকার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে কদিন আগে। ফলে লিগের টানা তৃতীয় ম্যাচে তাকে ছাড়াই খেলতে নামবে বার্সেলোনা।
শনিবার (৩১ অগাস্ট) লা লিগায় ওসাসুনার মাঠে আতিথ্য নেবে বার্সা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া কাতালানরা গেল ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে। ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা রয়েছে পয়েন্ট তালিকার ১০ নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে ওসাসুনার অবস্থান সাতে।
ওসাসুনার বিপক্ষে ম্যাচের জন্য ১৮ সদস্যের স্কোয়াড দিয়েছেন বার্সা কোচ। সেখানে নেই মেসির নাম। কোপা আমেরিকা শেষে গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ৫ আগস্ট বার্সার সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম দিনেই ডান পায়ের কাফ মাসলে টান লাগে তার। কিছুটা চোট অবশ্য আগে থেকেই ভোগাচ্ছিল তাকে। অনুশীলনের এক পর্যায়ে অস্বস্তি বোধ করতে থাকায় মেসির ডান পায়ের পরীক্ষা করা হয়। সেখানে গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়ে। ফলে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি তিনি।
এ ধরনের চোট সারতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ লাগে। তবে দুর্ভাগ্য মেসির। প্রত্যাশা অনুযায়ী চোটের উন্নতি হয়নি তার। ধারণা করা হয়েছিল, বেতিসের বিপক্ষে ফিরতে পারেন তিনি। সেটা তো হয়ই-নি, উল্টো ওসাসুনার বিপক্ষে ম্যাচেও থাকছেন না। অর্থাৎ গেল জুলাইতে চিলির বিপক্ষে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার পর থেকেই মাঠের বাইরে তিনি।
আগের দিন এক সংবাদ সম্মেলনে বার্সা কোচ ভালভার্দে জানান, ‘মেসি এখনও চোট থেকে সেরে ওঠার কাজ চালিয়ে যাচ্ছে। বিরতিতে (আন্তর্জাতিক সূচির কারণে) যে সময় আমরা পাচ্ছি, তাতে আশা করছি ভ্যালন্সিয়ার বিপক্ষে (১৪ সেপ্টেম্বর) লিগের পরের ম্যাচে ও তার কদিন পরে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে আমরা তাকে পাব।’
শুধু মেসিই নন, চোটে আছেন লুইস সুয়ারেজ ও উসমান দেম্বেলেও। ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তার ফেরার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর মাসের শেষ দিকে। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজও চোটগ্রস্ত। তবে আন্তর্জাতিক বিরতির পরপরই ফিরতে পারেন তিনি। চোটে আছেন বেতিস থেকে এই মৌসুমে দলে যোগ দেওয়া তরুণ ডিফেন্ডার জুনিয়র ফিরপো।
ফলে এক আতোঁয়া গ্রিজমান ছাড়া বার্সেলোনার ফরোয়ার্ড লাইনে নেই বলার মতো কোনো তারকা। শেষ ম্যাচে এই ফরাসির নৈপুণ্যেই রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়েছিল বার্সা। জোড়া গোল তো তিনি করেছিলেনই, সঙ্গে সতীর্থদের দিয়েও গোল করিয়েছিলেন।
Comments