এনআরসি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র: তরুণ গগৈ
আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে ভারতের কেন্দ্রীয় সরকার- এমন মন্তব্য করেছেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও জাতীয় কংগ্রেস নেতা তরুণ গগৈ।
তিনি বলেন, “এনআরসি যে প্রক্রিয়ায় প্রকাশ করে তাতে আমি খুশি নই। অনেক ভারতীয়ের নাম বাদ পড়েছে।”
“অনেক বিদেশির নাম তালিকায় রয়েছে,” উল্লেখ করে তিনি বলেন, “এর ফলে সমস্যা আরো প্রকট হবে।
কংগ্রেসের প্রবীণ নেতা গগৈয়ের অভিযোগ, এনআরসি প্রণয়নে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (আসু)। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এনআরসি তালিকা ত্রুটিপূর্ণ। সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে দিয়েছে সংগঠনটি।
আসামের ভূমিপুত্রদেরকেই এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে- এই দাবি শুরু থেকেই তুলেছে আসু। আজ (৩১ আগস্ট) সাংবাদিক সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ জানান, এনআরসি চূড়ান্ত তালিকায় তিনি খুশি নন। একটি অসম্পূর্ণ এনআরসি করা হয়েছে। তালিকাটি ত্রুটিমুক্ত করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।
উল্লেখ্য, ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় নাম বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের। মোট ৩ কোটি ১১ লাখ মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। গত বছর প্রকাশিত খসড়া তালিকায় ৪০ লাখ ৭ হাজার মানুষের নাম বাদ পড়েছিলো।
আরো পড়ুন:
আসামের নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ
এনআরসি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র: তরুণ গগৈ
এনআরসি কোনো বাংলাদেশিকে বহিষ্কারের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনাল নয়: আসামের মন্ত্রী
কারগিল যুদ্ধের সৈনিকও ভারতীয় নাগরিক নন!
Comments