আসামে এনআরসি: সিলেট সীমান্তে সতর্ক বিজিবি
ভারতের আসামে নাগরিকত্বের চূড়ান্ত তালিকা (এনআরসি) প্রকাশ হওয়ার পর রাজ্যটিতে অস্থিরতা বিরাজ করায় সিলেট সীমান্তে যেকোনো ধরণের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিয়মিত টহল জোরদার করা ছাড়াও স্থানীয়দেরকে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা মাত্র বিজিবিকে অবহিত করার আহবান জানানো হয়েছে।
ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার।
এছাড়াও সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ছাতক, দোয়ারা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ধর্মপাশা ও সদর উপজেলার সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে আর মেঘালয়ের উত্তরে আসামের অবস্থান হওয়ায় এসব সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাঈদ হোসেন বলেন, “২০১৮ সালে এনআরসির খসড়া তালিকা প্রকাশের পর থেকেই বিজিবি হেড কোয়ার্টার্সের নির্দেশে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। আজ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর মৌখিকভাবে আবারও সতর্কতা জারি করা হয়। সে অনুযায়ী সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।”
তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে আসাম থেকে মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে চাইলে বা ভারত অনুপ্রবেশ করানোর চেষ্টা করলে তা প্রতিহত করার জন্য বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে।”
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, “যেসব এলাকায় আসামের সঙ্গে সীমান্ত রয়েছে, শুধু সেগুলোই নয়, মেঘালয়ের সঙ্গেও যে সীমান্ত রয়েছে সেখানেও সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। কারণ মেঘালয়ের উত্তরেই ভারতের আসাম রাজ্যের বিস্তৃতি। আর অনুপ্রবেশ হলে তা মেঘালয় সীমান্ত দিয়েও হতে পারে।”
বিজিবির এই দুই কর্মকর্তাই জানান যে, সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয়দের সতর্ক করা হয়েছে যাতে সীমান্তের যেকোনো অংশ দিয়ে কোনো অনুপ্রবেশের চেষ্টা করা হলে তা সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানো হয়।
আরো পড়ুন:
আমরা মনে করি না, তারা বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের ‘অভ্যন্তরীণ’-‘বাংলাদেশি’ ইস্যু!
এনআরসি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে কেন্দ্র: তরুণ গগৈ
কারগিল যুদ্ধের সৈনিকও ভারতীয় নাগরিক নন!
Comments