পুলিশের ওপর হামলা, আইএসের দায় স্বীকার
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের ওপর হামলার দায় স্বীকার করেছে আইএস। যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্সের এক টুইটে বার্তায় এ তথ্য জানানো হয়।
গতরাতে ঘটনার কয়েক ঘণ্টা পর আজ (১ সেপ্টেম্বর) ভোররাত ২টা ১৪ মিনিটে এক টুইটার বার্তায় সংস্থাটি জানায়, “বাংলাদেশের রাজধানীতে পুলিশের ওপর বোমা ফাটানোর দাবি করেছে আইএস।”
একই সময়ে আত তামকীন মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান থেকে একটি টুইট বাংলায় লিখে আইইডি বিস্ফোরণের দায় স্বীকার করা হয়।
উল্লেখ্য, গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পথচারী পারাপার সেতু থেকে একটি বোমা ছোড়া হয়। এতে পুলিশের এএসআই শাহাবুদ্দিন এবং পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম আহত হন।
আহত এএসআই শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিজিবির এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেসময় তার নিরাপত্তায় জন্যে পুলিশের ছয় সদস্যের একটি দল ছিলো।
মন্ত্রীর গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে থাকায় তিনি নিরাপত্তা দলের গাড়ি থেকে নেমে যখন ট্রাফিক কনস্টেবলের দিকে যাচ্ছিলেন তখন বোমাটি বিস্ফোরিত হয় বলেও উল্লেখ করেন এএসআই শাহাবুদ্দিন।
Comments