১১ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু বার্সার
শেষ কবে লা লিগার কোনো মৌসুম এতটা বাজেভাবে শুরু হয়েছিল বার্সেলোনার? উত্তর পেতে ফিরে যেতে হবে এক দশকেরও বেশি সময় আগে। সেবারই বার্সার কোচের দায়িত্ব হাতে পেয়েছিলেন পেপ গার্দিওলা। তার অধীনে প্রথম মৌসুমের শুরুটা কাতালানদের নামের সঙ্গে জুতসই ছিল না একদমই।
২০০৮-০৯ মৌসুমের প্রথম ৩ ম্যাচ শেষে বার্সা অর্জন করেছিল মাত্র ৪ পয়েন্ট। ১১ বছর পর ফের সেই বাজে স্মৃতি ফিরিয়ে এনেছে দলটি। শনিবার রাতে (৩১ অগাস্ট) ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে চলমান ২০১৯-২০ মৌসুমের প্রথম ৩ ম্যাচ শেষে আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের ঝুলিতে জমা হয়েছে ঠিক ৪ পয়েন্ট। উদ্বোধনী ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে লিগ শুরু করা বার্সা গেল ম্যাচে রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়েছিল ৫-২ গোলে।
ওসাসুনার মাঠে সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-উসমান দেম্বেলেবিহীন বার্সা। স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন রবার্তো তোরেস। এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান ১৬ বছর বয়সী কিশোর আনসু ফাতি। বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিটের মধ্যে গোল পেয়ে যান এই বিস্ময়কর প্রতিভা। বার্সার জার্সিতে এটি তার প্রথম গোল। এরপর ৬৪তম মিনিটে বার্সা এগিয়ে যায় আর্থারের কল্যাণে।
৮০তম মিনিটে জেরার্দ পিকের করা ভুলের খেসারত দিতে হয় বার্সেলোনাকে। পেনাল্টি পায় লা লিগার নবাগত দল ওসাসুনা। স্পট কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইনে সমতা টানেন তোরেস। ফলে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে তারা।
লা লিগার পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে বার্সা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বিলবাও। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।
Comments