৮৮ দিন যাবত ম্যাচ খেলেন না নেইমার
প্যারিস সেইন্ত জার্মেইতে (পিএসজি) থাকছেন কি থাকছেন না, এ দোলাচলে নেইমারকে সম্প্রতি কোন ম্যাচেই রাখছেন না ক্লাবটি কোচ টমাস টুখেল। আর তাতে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। শেষ ৮৮ ধরে যে কোন ম্যাচই খেলছেন না তিনি। এমনকি কোন প্রস্তুতি ম্যাচও নয়। ম্যাচ অনুশীলনের অভাব নিশ্চিতভাবেই বোধ করছেন ২৭ বছর বয়সী এ ব্রাজিলিয়ান।
গত ৫ জুন জাতীয় দলের হয়ে কাতারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার। তবে খেলতে পেরেছিলেন মাত্র ১৭ মিনিট। এরপর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। সে ইনজুরির কারণে ছিটকে পড়েন কোপা আমেরিকা থেকেও। তবে সে ইনজুরি কাটিয়ে উঠেছেন মাস খানেক পড়েই। পিএসজির হয়ে প্রাক মৌসুমে দলেও ছিলেন। কিন্তু বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করায় শেষ পর্যন্ত তাকে মাঠে নামায়নি দলটি।
তবে শেষ পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ মিলছে নেইমারের। সেই জাতীয় দলের জার্সিতেই। আগামী শনিবার কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এরপর পেরুর বিপক্ষেও খেলবে দলটি। এ ম্যাচ দুটির জন্য তিতের দলে ডাক পেয়েছেন নেইমার।
এদিকে বার্সেলোনায় ফেরার সম্ভাবনা এক প্রকার শেষ হয়ে গেছে নেইমারের। পিএসজির অতি উচ্চ দাবীর কারণে দুদিন আগেই তাদের 'না' জানিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এদিকে ট্রান্সফার উইন্ডো শেষ হবে আগামীকালই। এর আগে নাটকীয় কিছু না হলে পিএসজিতেই থাকতে হচ্ছে আরেকটি মৌসুম। নেইমারও প্যারিসেই থাকার কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফরাসী গণমাধ্যমগুলো।
নেইমারকে ফেরাতে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু কোন প্রস্তাবেই মন গলেনি পিএসজি কর্তাদের। পরে ১৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচ ও উসমান দেম্বেলেকে চেয়েছিল ফরাসী ক্লাবটি। সে প্রস্তাবে আবার রাজী হয়নি বার্সেলোনা। তবে দেম্বেলেকে ধারে দিতে রাজী হয়েছিল কাতালানরা। কিন্তু পিএসজি তাকে একেবারেই চেয়েছিল। ওইদিকে দেম্বেলে বার্সেলোনা ছেড়ে কোথাও যেতে রাজী নন। তাই নানা জটিলতায় আটকে যায় নেইমারের ফেরার বিষয়টি।
Comments