রোহিঙ্গা হত্যায় জড়িত সেনা সদস্যের সাজা হবে: মিয়ানমার সেনাবাহিনী

রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন নিয়ে তদন্তের পর দেশটির সেনাপ্রধান বলেছেন, প্রতিবেদনের ভিত্তিতে সেনা সদস্যদের সামরিক আদালতে বিচার (কোর্ট মার্শাল) করা হবে। “নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ” হওয়ার অভিযোগ রয়েছে এই সেনা সদস্যদের বিরুদ্ধে।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন নিয়ে তদন্তের পর দেশটির সেনাপ্রধান বলেছেন, প্রতিবেদনের ভিত্তিতে সেনা সদস্যদের সামরিক আদালতে বিচার (কোর্ট মার্শাল) করা হবে। “নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ” হওয়ার অভিযোগ রয়েছে এই সেনা সদস্যদের বিরুদ্ধে।

শনিবার মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং এর ওয়েবসাইটে জানানো হয়, সেনাবাহিনীর একটি আদালত সম্প্রতি উত্তর রাখাইন থেকে ঘুরে এসেছে। সেখানে “কিছু ঘটনায় সেনা সদস্যরা নির্দেশ পালনে দুর্বলতা দেখিয়েছে” এমন প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তে কী পাওয়া গেছে সেব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সেনাবাহিনীর মুখপাত্র।

রয়টার্সের খবরে বলা হয়, সেনাবাহিনীর কথিত ওই আদালত উত্তর রাখাইনের যে গ্রামটিতে গিয়েছিল সেটি রোহিঙ্গা বধ্যভূমি হিসেবে পরিচিত। বুথিডং এলাকার গুতারপিন নামের ওই গ্রামটিতে অন্তত পাঁচটি গণকবরের সন্ধান পাওয়ার কথা জানা যায়। ২০১৮ সালে ওই এলাকায় অনুসন্ধান চালিয়ে বার্তা সংস্থা এপি ওই গণকবরগুলোর সন্ধান পেয়েছিল।

তবে, ওই গ্রামের ঘটনা সম্পর্কে সরকারিভাবে বলা হয়েছিল যে সেখানে ১৯ জন “সন্ত্রাসী” নিহত হয়েছে যাদের সতর্কতার সঙ্গে সমাহিত করা হয়েছে।

রাখাইনে সম্ভাব্য গণহত্যার ব্যাপারে তদন্ত করতে জাতিসংঘ ও এমনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে সামরিক আদালত গঠন করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। একজন মেজর জেনারেল ও দুজন কর্নেলের সমন্বয়ে গঠিত এই আদালত গত মার্চে কাজ শুরু করে। গত জুলাই মাসে একবার ও সর্বশেষ আগস্টে রাখাই পরিদর্শন করেছে এই আদালত।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago