চট্টগ্রামে বাংলাদেশ দল

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচ।
Shakib Al Hasan & Sabbir Khan
চট্টগ্রামে হোটেল রেডিসনে প্রবেশ করছেন অধিনায়ক সাকিব আল হাসান ও গণমাধ্যম কর্মকর্তা সাব্বির খান। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচ। 

 

Russell Domingo
নিজের প্রথম অ্যাসাইনমেন্টে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আছেন ফুরফুরে মেজাজে । ছবি: বিসিবি

Taskin Ahmed
"আমি খুবই রোমাঞ্চিত, অনেকদিন পর সুযোগ পেয়েছি", পেসার তাসকিন আহমেদ, ছবি: বিসিবি

Liton Das
পারফরম্যান্স এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর ও ব্যাটসম্যান লিটন দাস। ছবি: বিসিবি

Comments

The Daily Star  | English

Yunus's 'Reset Button' call was not about erasing Bangladesh's proud history: CA office

He meant resetting the software, not the hardware created by 1971 Liberation War, statement says

1h ago