জিততে ভুলে গেছে রিয়াল!
গত মৌসুমটা যাচ্ছেতাই গিয়েছে রিয়াল মাদ্রিদের। অবস্থার পরিবর্তন করতে তিন দফা কোচ বদলের পর ফের ফিরেছেন জিনেদিন জিদান। কিন্তু দলে পরিবর্তন আসলো কোথায়? জিততেই যেন ভুলে গেছে দলটি। আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর এমন সংবাদই করেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা।
দ্বিতীয় দফা দায়িত্ব নেওয়ার পর জিদানের অধীনে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে মাঠে নেমেছে রিয়াল। এর মধ্যে মাত্র ছয়টি ম্যাচে জয় পেয়েছে তার দল। চারটিতে ড্র, বাকি চারটিতে হার দেখে দলটি। আর তাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটি। এমনকি মাদ্রিদের গণমাধ্যম থেকেও ছাড় পাচ্ছে না তারা।
আগের দিন ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল। আগের ম্যাচেও সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলের ড্র করেছে দলটি। মূলত রক্ষণভাগের দুর্বলতার কারণেই আগের দিন জয় পায় তারা। অধিনায়ক সের্জিও রামোসের ভুলে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির ঠিক আগে সে গোল শোধ করেন গ্যারেথ বেল। এরপর ৭৫তম মিনিটে আবারও গোল হজম করে স্প্যানিশ জায়ান্টরা। ১১ মিনিট পর সে গোলও শোধ করেন বেল। কিন্তু তাতে কেবল হার এড়াতে পেরেছে দলটি।
আর ম্যাচের এমন চিত্রে বেশ বিরক্ত মিডফিল্ডার ক্যাসিমিরো, 'আমাদের কোথায় কমতি আছে? সবকিছুতেই। আমরা গোল মিস করছি, রক্ষণভাগেও শক্তিশালী হতে হবে। আক্রমণ, রক্ষণ যেটাই করি না কেন, সেই মুহূর্তে ওটাতে সেরাটা দিতে হবে সবার। আন্তর্জাতিক বিরতির মধ্যে এই ব্যাপারগুলো অবশ্যই শুধরে নিতে হবে।’
৩ ম্যাচে শেষে রিয়ালের সংগ্রহ ৫ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবস্থা আরও খারাপ। তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার আট নম্বর অবস্থানে আছে দলটি। তিন ম্যাচের তিনটি ম্যাচে দারুণ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।
Comments