লালমনিরহাটে তীব্র গরমে সার্কাসের হাতির মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে লালমনিরহাটে সার্কাসের একটি পুরুষ হাতি মারা গেছে। আজ সোমবার বিকালে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে হাহীগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে সার্কাসের হাতিটি হঠাত অসুস্থ হয়ে তাৎক্ষনিক মারা যায়। ঢাকার দ্য লায়ন সার্কাসের এই হাতিটির নাম ‘চান’।

প্রচণ্ড গরমের মধ্যে লালমনিরহাটে সার্কাসের একটি পুরুষ হাতি মারা গেছে। আজ সোমবার বিকালে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে হাহীগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে সার্কাসের হাতিটি হঠাত অসুস্থ হয়ে তাৎক্ষনিক মারা যায়। ঢাকার দ্য লায়ন সার্কাসের এই হাতিটির নাম ‘চান’।

লায়ন সার্কাসের নিজস্ব এই হাতিটি ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেছিল বলে জানিয়েছেন সার্কাসের ম্যানেজার সন্তোষ কুমার সরকার। ওই এলাকাতেই আগামীকাল মঙ্গলবার সকালে হাতিটিকে সমাহিত করা হবে।

রংপুরের শ্যামপুরের মেলায় সার্কাস শেষে তিন দিন আগে লালমনিরহাট শহরে বাণিজ্য এসেছে দ্য লায়ন সার্কাস। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এ মেলায় তাদের সার্কাস চালু হওয়ার কথা রয়েছে। মোট তিনটি হাতি নিয়ে এসেছিল সার্কাসের দলটি যার মধ্যে কটি মারা গেল।

হাতিটির মাহুত সাইফুল ইসলাম জানান, তিনি সার্কাস প্যান্ডেল থেকে সকালে চানকে নিয়ে বেড়িয়েছিলেন খাওয়ানোর জন্য। দিনভর গ্রামে গ্রামে ঘুরে হাতটিকে খাওয়ানোর পর প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়লে এটিকে মাদ্রাসা মাঠে নেওয়া হয়। সেখানেই মারা যায় হাতিটি।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার লালমনিরহাটে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন হাতিটির মৃত্যুর জন্য তীব্র গরমকে দায়ী করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মৃত হাতিটি দেখেছেন বলে জানান।

Comments