চীনে স্কুলে হামলায় ৮ শিশু নিহত
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যক্তির হামলায় আট শিক্ষার্থী নিহত এবং দুইজন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল আটটার দিকে হুবেই প্রদেশের এনশি শহরের চাওইয়াংপো গ্রামের ওই স্কুলে এই হামলার ঘটনা ঘটে। গ্রীষ্মের ছুটি শেষে ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিলো।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেনো শিশুদের ওপর এই হামলা চালিয়েছেন তা পরিষ্কার নয়।
গুয়াংঝুভিত্তিক সাউদার্ন সাপ্তাহিকের তথ্যমতে, হত্যাচেষ্টা মামলায় কারাভোগ করার পর গত জুনে ছাড়া পান ওই সন্দেহভাজন হামলাকারী।
Comments