আফগান স্পিনাররা বাংলাদেশের জন্য হুমকি হবে: ডোমিঙ্গো

Russell Domingo
রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

এক টেস্টের সিরিজ। আফগানিস্তান দিয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। রশিদ খান তো আছেন-ই, সবমিলিয়ে তাদের দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার। বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা নিতে স্পিন-বান্ধব উইকেট তৈরি করতে চাইবে, এই ধারণা থেকেই আফগানরা ঘূর্ণি বোলার বাড়িয়ে নিয়েছে। এতে নিজেদের পাতা ফাঁদেই পা দেবে না তো টাইগাররা?

বাংলাদেশের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো মনে করছেন, আফগান স্পিনাররা তার শিষ্যদের কঠিন পরীক্ষায় ফেলবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ‘তারা আমাদের জন্য হুমকি হয়ে উঠবে। ছোট সংস্করণের ক্রিকেটে তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আমরা পেয়েছি। এটা একটা ভিন্ন ফরম্যাট। ওয়ানডে নয়, খেলা হবে টেস্ট ক্রিকেট। কিন্তু নিশ্চিতভাবেই আগামী কয়েকদিন তারা আমাদের জন্য হুমকির কারণ হবে।’

আফগান দলনেতা ও তারকা লেগ স্পিনার রশিদকে আলাদা করে চেনার কিছু নেই, তার সম্পর্কে ভালোভাবেই জানেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিপজ্জনক হয়ে উঠতে পারেন মোহাম্মদ নবিও। তার ওপর নতুন আরেক অস্ত্রের সন্ধান পেয়েছে আফগানিস্তান। ২০ বছর বয়সী চায়নাম্যান স্পিনার জহির খান ঝলক দেখিয়েছেন প্রস্তুতি ম্যাচে।

স্পিনারদের তাণ্ডবে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে আফগানরা মাত্র ১২৩ রানে গুটিয়ে দিয়েছিলেন বিসিবি একাদশকে। রশিদ ৩ উইকেট নিয়েছিলেন ২৬ রানে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতাসম্পন্ন জহির ছিলেন আরও রুদ্রমূর্তিতে। তিনি ৫ উইকেট শিকার করেছিলেন ২৪ রান দিয়ে।

আন্তর্জাতিক মঞ্চে মাত্রই পা রাখা এই জহিরকে কীভাবে মোকাবেলা করবে বাংলাদেশ? সে উপায়ও বলে দিয়েছেন ডোমিঙ্গো, ‘আমরা তার কিছু ভিডিও ফুটেজ দেখেছি। আমাদের কিছু ক্রিকেটার তার বিপক্ষে বিপিএলে খেলেছেন। তবে দিনশেষে প্রস্তুতি ম্যাচ কেবল প্রস্তুতি ম্যাচই। প্রস্তুতি ম্যাচ খেলা এবং টেস্ট ম্যাচ খেলা- দুটো একেবারেই ভিন্ন ব্যাপার। তার (জহিরের) জন্য শুভকামনা। আর আমরা খুব ভালোভাবে তৈরি হয়েছি।’

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago