শ্রমিক ধর্মঘটে আশুলিয়ায় ২ পোশাক কারখানা বন্ধ
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ৫৮ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে ধর্মঘট পালন করায় তৈরি পোশাক শিল্পের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আমাদের সাভার সংবাদদাতা জানান, কোনো কারণ দর্শানো ছাড়াই ইএসকেই ক্লথিং লিমিটেড তাদের ২৮ জন এবং নাবা নিট কমপোজিট লিমিটেড ৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
তাদের আরও অভিযোগ, সহকর্মীদের চাকরিচ্যুতির প্রতিবাদ করায় কারখানার মালিক কর্তৃপক্ষ ভাড়া করা লোক এনে তাদের পিটিয়েছেন।
উপরন্তু সমস্যার কোনো সমাধান না করেই আজ দুটি কারাখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তারা।
শিল্প পুলিশ (ঢাকা-১) এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে শ্রমিকদের চাকরিচ্যুত করলেও, গত কয়েকদিন ধরে চলমান আন্দোলনের কারণে সেখানকার কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।
তিনি জানান, সমস্যার কোনো সমাধান করতে না পেরে মালিকেরা কয়েকদিনের জন্য কারাখানা দুটি বন্ধ করে দিয়েছেন।
ওই এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
Comments