ব্রিটিশ ট্যাংকারের ৭ ক্রুকে ছেড়ে দিবে ইরান
ইরানের হাতে আটক ব্রিটেনের পতাকাবাহী তেল ট্যাংকার ‘স্তেনা ইম্পেরো’-র সাত ক্রু সদস্যকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আজ (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, মানবিক কারণে ভারতীয় নাগরিকসহ সাতজনকে ট্যাংকার ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। তারা দ্রুত ইরান ছাড়তে পারবে বলেও জানান তিনি।
মুসাভি বলেন, “ক্রু ও ক্যাপ্টেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে সমুদ্রসীমা লঙ্ঘন করাকে কেন্দ্র করে যা সেই ট্যাংকারটি করেছে।”
গত ১৯ জুলাই ইরান পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে সুইডেনের মালিকানাধীন স্তেনা ইম্পেরোকে আটক করে। এর দুই সপ্তাহ পর ব্রিটেন জিব্রাল্টারে ইরানের একটি তেল ট্যাংকার আটক করে। পরে সেই ট্যাংকারটিকে ছেড়ে দেওয়া হয় গতমাসে। তবে তেল ট্যাংকারগুলো আটক করাকে কেন্দ্র করে ইরান ও পশ্চিমের দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
Comments