ডেঙ্গুতে ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ইসরা তাসকিন (১৩) স্কুলটির আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
আজিমপুরের আমানাত মওলার মেয়ে ইসরার ডেঙ্গু সনাক্ত হওয়ার পর গত ২৬ আগস্ট লালমাটিয়ার মিলেনিয়াম হার্ট এন্ড জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় ভর্তি করার পরদিনই তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আজ সকাল সাড়ে সাতটায় সে মারা যায়।
হাসপাতালটির নির্বাহী কর্মকর্তা নাঈম আনাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ইসরা তাসকিনের ফুফা রিয়াজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ২১ তারিখ জ্বরে আক্রান্ত হওয়ার পর সেদিনই ইসরার ডেঙ্গু সনাক্ত হয়। পরদিন ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু ল্যাবএইড কর্তৃপক্ষ ইসরাকে অন্য হসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় বাধ্য হয়ে মিলেনিয়াম হার্ট এন্ড জেনারেল হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এই ঘটনায় ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ব্যক্ত করেন তিনি।
Comments