ফিরিয়ে দেওয়া হলো মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে

naf river BGB check post
নাফ নদীর তীরে চেকপোস্টে বিজিবির সদস্যরা। স্টার ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরের বাংলাদেশ ভূখণ্ড থেকে আটক হওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্যকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্পিড বোট ও অস্ত্রসহ আটক বর্ডার গার্ড পুলিশের ওই সদস্যদের পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে  মিয়ানমারের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পতাকা বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিং করেন-টেকনাফের ২নং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। তিনি বলেন, গত ২৫ আগস্ট রাতে নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ জলসীমা থেকে বিজিপির চার সদস্যকে স্পিড বোট ও অস্ত্রসহ আটক করা হয়েছিল। আটকের পর বিষয়টি মিয়ানমার বিজিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। পরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে আজ বুধবার ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে ওই চার জনকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments