টস করেই ইতিহাসে রশিদ
তার বয়স নিয়ে হাস্যরস হয় প্রায়ই, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় অহরহ ট্রল। রশিদ খানের আসল বয়স কত তা নিয়ে উঠে প্রশ্নও। কিন্তু ওসবের প্রভাব তো আর অফিসিয়াল হিসেবে পড়ে না। সেই হিসেবেই চট্টগ্রাম টেস্টে টস করতে নেমে ইতিহাসে ঢুকে পড়েছেন আফগানিস্তান অধিনায়ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনিই।
বৃহস্পতিবার সাকিব আল হাসানের সঙ্গে টস করতে নেমেই ইতিহাস গড়েন আফগানিস্তান অধিনায়ক রশিদ। জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুকে ছাপিয়ে টেস্ট ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়ক হয়েছেন তিনি। ইতিহাস গড়ার দিনে টস ভাগ্যটাও পক্ষে গেছে তার। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে ২০ বছর ৩৫৮ দিন বয়সে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিতে নেমেছিলেন টাইবু। এতদিন পর্যন্ত তিনিই ছিলেন টেস্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক। বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নামার দিন রশিদের বয়স ২০ বছর ৩৫০ দিন। অর্থাৎ তিনিই এখন টেস্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক।
ইতিহাস গড়ার আগে নিজের রোমাঞ্চের কথা জানান রশিদ, ‘ ‘এত অল্প বয়স থেকে দলকে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। খুব কম বয়স থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। বরাবরই দলে থাকা গর্বের ব্যাপার। অধিনায়কত্বের কথা ভুলে যাই, দলকে প্রতিনিধিত্ব করাও সবসময়ই আমাকে গর্বিত করে, অনুপ্রাণিত করে। কিন্তু আমার জন্য নেতৃত্ব দেওয়া আলাদা কিছু, বিশেষ রোমাঞ্চকর অভিজ্ঞতা। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ নিংড়ে দিয়ে সেরাটা করার চেষ্টা করব।’
এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েও আরেকটি রেকর্ড গড়েন রশিদ। ১৯ বছর ১৬৫ দিনে অধিনায়কত্ব করে ওয়ানডেরও সর্বকনিষ্ঠ অধিনায়ক তিনি। তার আগে ২০ বছর ২৯৭ দিনে দেশকে নেতৃত্ব দিয়ে ২০০৪ সালে সে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের রাজিন সালেহ।
Comments