চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা একাদশ চূড়ান্ত করা হয়েছে। দলটির কোচ লিওনেল স্কালোনি আগের দিনই জানিয়ে দিয়েছেন শুরু থেকে কোনো এগারোজন থাকবেন মাঠে।
paulo dybala
লিওনেল মেসির অভাব ঘোচাতে পাওলো দিবালার দিকেই তাকিয়ে থাকবে আর্জেন্টিনা। ছবি: এএফপি

চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা একাদশ চূড়ান্ত করা হয়েছে। দলটির কোচ লিওনেল স্কালোনি আগের দিনই জানিয়ে দিয়েছেন শুরু থেকে কোনো এগারোজন থাকবেন মাঠে।

৪-৩-৩ ফরমেশনে চিলিকে মোকাবেলা করতে যাচ্ছে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টায়। ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়াম।

আলবিসেলেস্তেদের প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি পুরো ফিট নন। তার পরিবর্তে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার কাজটা থাকবে অগাস্তিন মার্চেসিনের কাঁধে। চলতি মৌসুমেই পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোতে যোগ দিয়েছেন তিনি।

রাইট-ব্যাক হিসেবে থাকছেন রিভারপ্লেটের গঞ্জালো মন্তিয়েল। তার ক্লাব সতীর্থ লুকাস মার্তিনেজ কুয়ার্তা রক্ষণভাগের কেন্দ্রে সঙ্গ দেবেন ম্যানচেস্টার সিটির তারকা নিকোলাস ওতামেন্দিকে। লেফট-ব্যাকে খেলবেন আয়াক্স আমস্টারডামের নিকোলাস তালিয়াফিকো।

আর্জেন্টিনার মাঝমাঠ গঠন করা হবে উদিনেসের রদ্রিগো দে পল, প্যারিস সেন্ত জার্মেইয়ের (পিএসজি) লেয়ান্দ্রো পারেদেস ও টটেনহ্যাম হটস্পারের জিওভান্নি লো সেলসোকে দিয়ে।

তিন মাসের নিষেধাজ্ঞা পাওয়ার কারণে দলের সেরা তারকা লিওনেল মেসি নেই। বার্সেলোনা তারকার অনুপস্থিতিতে তারই পজিশনে খেলবেন জুভেন্টাসের পাওলো দিবালা। তাই কোচের মূল ভরসাও হয়ে থাকবেন তিনি।

চিলির জালে বল জড়ানোর জন্য ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টিনা। আক্রমণভাগে তাকে সঙ্গ দেবেন ল্যাজিওর হোয়াকিন কোরেয়া।

আর্জেন্টিনা একাদশ:

গোলরক্ষক: অগাস্তিন মার্চেসিন;

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, নিকোলাস তালিয়াফিকো;

মিডফিল্ডার: রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো;

ফরোয়ার্ড: পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

10h ago