আফিফের সেঞ্চুরি, সুবাস পাচ্ছেন শান্ত
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে বৃষ্টির দাপট চলছেই। বেরসিক বৃষ্টির বাধার মাঝেই তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ হোসেন। তার সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পাচ্ছেন সেঞ্চুরির সুবাস।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৮ রান। উইকেটে আছেন আফিফ ১৮০ বলে ১০০ ও শান্ত ১৭৩ বলে ৮৮ রানে।
বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিনে খেলা হয়নি। আগের দিন খেলা হয় ২৩ ওভার। সেখানে এক পর্যায়ে ২১ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ চাপে পড়েছিল স্বাগতিকরা। সাজঘরে ফেরত যান দুই ওপেনার সাইফ হাসান (৪), আমিনুল ইসলাম (৯) ও ইয়াসির আলি (০)। এরপর জুটি বেঁধে দলকে টানছেন আফিফ-শান্ত।
দ্বিতীয় দিনের ৩ উইকেটে ৫৭ রান নিয়ে খেলতে নেমে এদিন কোনো উইকেট না হারিয়ে ১৫১ রান যোগ করে বাংলাদেশ। আফিফ-শান্তর অবিচ্ছিন্ন চতুর্থ জুটির সংগ্রহ ১৮৭ রান। এরই মধ্যে তিন দিন পেরিয়ে যাওয়ায় নিষ্প্রাণ ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি।
খুলনায় দুদলের প্রথম চার দিনের ম্যাচও ড্র হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল প্রথম ইনিংস: ৬৬ ওভারে ২০৮/৩ (সাইফ ৪, আমিনুল ৯, শান্ত ৮৮*, ইয়াসির ০, আফিফ ১০০*; ফার্নান্দো ০/৩১, সিরাজ ১/৪১, ড্যানিয়েল ২/২৮, পেইরিস ০/৬৩, আপনসো ০/৪১)।
Comments