তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না ২০২১ থেকে

স্টার ফাইল ছবি

প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই তিন শ্রেণির শিক্ষার্থীদের আগামী ২০২১ সাল থেকে আর স্কুলের পরীক্ষায় বসতে হবে না। আজ সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের এই শিক্ষার্থীরা বিনা পরীক্ষাতেই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে। তবে ক্লাসে তাদের পড়ালেখার মান যাচাইয়ের ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। এই মন্ত্রণালয়ের মন্ত্রী জাকির হোসেনও এসময় বক্তব্য রাখেন।

সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন ২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার কথা জানান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

২০২১ সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা জানিয়ে সচিব বলেন, ২০২০ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে ১০০টি স্কুলে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রাথমিকের তিন শ্রেণিতে প্রচলিত পরীক্ষা ব্যবস্থা থাকবে না। বরং বছর জুড়ে ক্লাসে এই শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের আচরণ, ভদ্রতা ও শৃঙ্খলাবোধের মতো বিষয়গুলোও মূল্যায়নের মাপকাঠি হিসেবে বিবেচিত হবে।

গণশিক্ষা সচিব বলেন, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯। ২০০৫ সালে এই হার ছিল ৫৩ দশমিক ৫।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

9h ago