‘ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা’
সকালের সেশনে বল করছিলেন সাকিব আল হাসান। হুট করে পশ্চিম গ্যালারি থেকে এক তরুণ দর্শক ফুলের তোড়া নিয়ে ঢুকে পড়েন মাঠে। তা দেখে ভড়কে যাওয়া সাকিব দিন শেষে প্রতিক্রিয়ায় মজা করলেও জানিয়েছেন এমন দৃশ্য আর দেখতে চান না তিনি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে সাকিব তিন বল করার পরই ঘটে এই ঘটনা। পশ্চিম গ্যালারির কাঁটাতারের বেষ্টনী ডিঙিয়ে এক তরুণ ঢুকে পড়ে মাঠে। দৌড়ে গিয়ে সাকিবের সামনে হাঁটু গেঁড়ে বসে ফুল দিতে চাইলে সাকিব তা তিনবার প্রত্যাখ্যান করেন। সাকিব জানান পরিস্থিতিতে যা ভাবছিলেন তিনি, ‘সে ফুল বাড়িয়ে নিতে বলেছিল শুধু। আমি ভাবলাম, বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা... (হাসি)।’
নাছোড়বান্দা এই ভক্ত সাকিবকে জোর করে ফুল দিতে চাইলে উপায় না দেখে সাকিব তা গ্রহণ করেছিলেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশে দেন।
এর আগেও তিনবার বাংলাদেশের ক্রিকেট মাঠে ঘটেছে এমন ঘটনা। ভক্তের ভালোবাসা গ্রহণ করলেও নিরাপত্তাজনিত কারণে এসব দৃশ্য আর দেখতে চান বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘আমি চাই না এরকম কিছু হোক। আমাদের খেলার মাঠে এরকম কিছু যত কম হয়...আসলে কম নয়, একদম না হওয়াই ভালো।’
আরও পড়ুন- সাকিবকে ফুল দিতে নিরাপত্তা ভেঙে তরুণের কাণ্ড
Comments