টেস্ট ক্রিকেট থেকে অবসরে মোহাম্মদ নবি
গুঞ্জনটা শুরু হয়েছিল আগের দিনই। তবে মোহাম্মদ নবি কিংবা আফগানিস্তান ক্রিকেট দলের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কিছু জানা যায়নি। তবে একদিন অপেক্ষার পর মিলেছে কানাঘুষার সত্যতা। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টটিই হতে যাচ্ছে সাদা পোশাকে নবির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) আফগান দলের ম্যানেজার নাজিম জার আবু রহিমজাই নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্ট শেষে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার নবি।
রহিমজাই আরও জানিয়েছেন, টেস্টকে বিদায় বললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন নবি। মূলত রঙিন পোশাকের ক্রিকেটে আরও মনোযোগী হতে চান তিনি। তাছাড়া উদীয়মান ও তরুণ ক্রিকেটারদের জন্য টেস্ট দলে জায়গা ছেড়ে দিতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।
আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তাদের খেলা তিনটি ম্যাচেই (চট্টগ্রামসহ) মাঠে নেমেছেন নবি। আগের দুই টেস্টে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ৪ ইনিংসে করেন মাত্র ২৫ রান। চট্টগ্রামেও আফগানদের প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগে আউট হন তিনি।
বল হাতে আগের দুই ম্যাচে ৩৯.৭৫ গড়ে নবি নেন ৪ উইকেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অবশ্য ভালো বল করছেন তিনি। অফ স্পিনে ফায়দা নিচ্ছেন টার্নিং উইকেটের। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত তিনি করেছেন ২২ ওভার। ২ উইকেট পেয়েছেন ৫৩ রান খরচায়।
Comments