বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ
প্রবল শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কলকাতার উডল্যান্ড নামে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয় বর্ষীয়ান এই বাম নেতাকে।
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বামফ্রন্টের শীর্ষ নেতারা গুরুতর অসুস্থ সাবেক এই মুখ্যমন্ত্রীকে দেখতে গেছেন। তাদের মধ্যে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রসহ শীর্ষ বামফ্রন্ট নেতৃত্বের অনেকেই রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৭৫ বছরের বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ কমে গেছে। একইসঙ্গে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনখরও তাকে দেখতে গিয়েছিলেন।
২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার গুরুতর অসুস্থতার খবরে বামপন্থী নেতা-কর্মীরা ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই হাসপাতালের সামনে অনেক বাম সমর্থক সমবেত হয়েছেন।
Comments