টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নিয়ে মালিঙ্গার অনন্য রেকর্ড

ওয়ানডে ইতিহাসে একমাত্র বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গা। এবার টি-টোয়েন্টিতেও গড়লেন অনন্য এই কীর্তি। কেবল তা-ই নয়, টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে গড়েছেন দুটি হ্যাটট্রিকের নজিরও।

শুক্রবার পাল্লেকেল্লেতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মালিঙ্গার আগুনে পুড়ে ছাই হয়েছে নিউজিল্যান্ড। চার ওভার বল করে অনন্য এই হ্যাটট্রিকসহ মাত্র ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি।

তাতে ১২৫ রান করা শ্রীলঙ্কা নিউজিল্যান্ডকে মাত্র ৮৮ রানে গুটিয়ে ম্যাচ জিতেছে ৩৭ রানে। তবে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে নিউজিল্যান্ড।

১২৬ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডকে এদিন একাই শেষ করে দেন মালিঙ্গা। প্রথম ৫ উইকেটের সবগুলোই নেন তিনি। তৃতীয় ওভারের তৃতীয় বলে থেকে শুরু হয় তাই উইকেট নেওয়া। টানা চার ভয়ংকর ইয়র্করে একে একে আউট করেন কলিন মনরো, টিম সেইফার্ট, হামিশ রাদারফোর্ড ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। খানিক পর ফেরান রস টেইলরকে।

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাট্রিক করেছিলেন মালিঙ্গা। এই শ্রীলঙ্কান গ্রেট আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এবং একমাত্র টানা চার বলে চার উইকেট নেওয়ার নজির গড়েন ২০০৭ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যানকে নিজের টানা চার বলে আউট করেছিলেন তিনি।

সম্প্রতি ওয়ানডে থেকে অবসরে যাওয়া এই পেসার ক্যারিয়ারের অন্তিম সময়ে টি-টোয়েন্টিতে আছেন সেরা ছন্দে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

46m ago