কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের জীবনাবসান
কিংবদন্তি পাকিস্তানি লেগ স্পিনার আব্দুল কাদির আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরে ৬৩ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন তিনি।
লেগ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ক্রিকেটারের নামের সঙ্গেই মিশে যায় লেগ স্পিন। ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা কাদির পাকিস্তানের হয়ে ৬৭ টেস্টে নেন ২৩৬ উইকেট। ১০৪ ওয়ানডেতে তার শিকার ১৩২ উইকেট।
পাকিস্তানের হয়ে টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি এখনো ধরে রেখেছেন কাদির। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৫৬ রানে ৯ উইকেট।
লেগ স্পিনারদের অন্যতম অস্ত্র গুগলিকে তিনি নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। দুভাবে গুগলি ছেড়ে ব্যাটসম্যানদের কাবু করতে পারতেন তিনি।
পরবর্তীতে শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের মতো স্পিনারদের কাছে তিনি ছিলেন গুরু পর্যায়ের।
Comments