মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় রুবাইয়া আক্তার নামে মানিকগঞ্জের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
রুবাইয়া শিবালয় উপজেলার আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলো।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ জানান, রুবাইয়া গতরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তারের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, গতকাল দুপুর সোয়া দুইটার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুবাইয়াকে জেলা হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
Comments