গ্যাং বলে কোনো শব্দ থাকবে না, সবাইকে নিশ্চিহ্ন করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানী থেকে কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
dmp
৭ সেপ্টেম্বর ২০১৯, রাজধানীর লালবাগের হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানী থেকে কিশোর গ্যাংসহ অন্য সব গ্যাং নিশ্চিহ্ন করে দেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর লালবাগের হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, “কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি, ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে।”

তিনি বলেন, “গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এছাড়া অন্য কাউকেই তাজিয়া মিছিলে নাশকতা করতে দেওয়া হবে না।”

পুলিশ কমিশনার বলেন, “গত কয়েক বছরের মতো এবারও তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র, ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা, লাঠি, ছোরা, চাকু, তলোয়ার, বর্শা, বল্লম এবং আতশবাজি বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।”

ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, পিএ সেট বা উচ্চমাত্রার শব্দ তৈরি করে-এমন কোনো কিছুই মিছিলে ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

39m ago