সেরেনার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন ভেঙে বিয়াঙ্কার ইতিহাস
সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ২০১৯ ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন ১৯ বছর বয়সী বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কু।
শনিবার রাতে ফাইনালে ১ ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে এই কানাডিয়ান তরুণী সরাসরি সেটে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি তারকা সেরেনাকে।
নারী ও পুরুষ একক মিলিয়ে কানাডার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের অনবদ্য কীর্তি গড়েছেন বিয়াঙ্কা।
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেই বাজিমাত করেছেন বিয়াঙ্কা। ২০০৬ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জিতলেন তিনি।
৩৭ বছর বয়সী সেরেনার সামনে ছিল রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন হলেই মার্গারেট কোর্টের গড়া ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি ছুয়ে ফেলতেন তিনি।
তবে অপেক্ষার পালাটা আরও বাড়ল সেরেনার। গেল এক বছরে এই নিয়ে মোট চারটি গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে হেরেছেন তিনি।
শিরোপা জেতার পর বিয়াঙ্কা জানিয়েছেন, ‘এই মুহূর্তটির জন্য আমি লম্বা সময় ধরে অপেক্ষা করছিলাম। এটা (গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন) বাস্তবে পরিণত হওয়াটা পাগলাটে ব্যাপার।’
Comments