মানিকগঞ্জের কালিগঙ্গায় নৌকাবাইচ

আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র- এই তিন মাসে মানিকগঞ্জের বিভিন্ন নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এই জেলার যেসব স্থানে নৌকাবাইচ হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে সদর উপজেলার বালিরটেক এলাকায় কালিগঙ্গা নদীর নৌকাবাইচ। গত ৬ আগস্ট শুক্রবার বিকেলে সেখানে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা। বালিরটেক বাজার বণিক সমিতি ও ভারারিয়া ইউনিয়ন পরিষদ যৌথভাবে এই নৌকাবাইচের আয়োজন করে।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন…

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

1h ago