জিয়া ও এরশাদকে রাষ্ট্রপতি বলা বৈধ নয়: প্রধানমন্ত্রী

সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা শেখ হাসিনা। ছবি: পিআইডি

সাবেক সেনাশাসক জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের শাসনামল আদালতের রায় অনুযায়ী অবৈধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়।

সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের মৃত্যুতে আজ রোববার জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এরশাদ সরকারের বৈধতা না দিলেও জাতীয় পার্টির সাম্প্রতিক কাজের প্রশংসা করেছেন সংসদ নেতা। সেই সঙ্গে ব্যক্তি হিসেবে এরশাদের প্রশংসাও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে আসার পর গঠনমূলক সমালোচনা করেছে, গণতন্ত্রকে শক্তিশালী করেছে। গত ১০ বছরে সংসদের ওপর, গণতন্ত্রের ওপর মানুষের আস্থা ফিরে এসেছে।

এরশাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এরশাদ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করেছিলেন। স্মৃতিসৌধ ও শহীদ মিনারের কাজ শেষ করেছিলেন। মৃত্যু পরোয়ানা থাকা ১৪ জন ছাত্রনেতাকে মুক্তি দিয়েছিলেন। ব্যক্তিজীবনে এরশাদ ছিলেন অমায়িক।

এরশাদের মৃত্যুতে আজ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে রেওয়াজ অনুযায়ী সংসদ সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করা হয়। 

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago