জাবিতে উপাচার্যপন্থী শিক্ষকদের মৌনমিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পে অনিয়মের নানা অভিযোগ ওঠায় মৌনমিছিল করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
আমাদের জাবি সংবাদদাতা জানান, আজ (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ব্যানারে উপাচার্যপন্থী শিক্ষকদের এই মৌনমিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করতেই উপাচার্য ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে।”
এদিকে, তিন দফা দাবিতে গত ২৩ আগস্ট থেকে চলমান আন্দোলনের একজন সংগঠক এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাইমুম ও অপর এক আন্দোলনকারী ক্যাম্পাসে ছাত্রলীগ সদস্যদের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষা নয়, জাবির আলোচনার বিষয় ‘২ কোটি টাকা’র ভাগ-বাটোয়ারা
‘২ কোটি টাকা ভাগের সংবাদে শিক্ষক হিসেবে খুব বিব্রত বোধ করি’
জাবি উপাচার্যের সঙ্গে ছাত্রলীগের ‘প্রশ্নবিদ্ধ বৈঠক’, টিআইবির উদ্বেগ
Comments