ভারতে অর্থনৈতিক মন্দার প্রভাব: গাড়ি বিক্রিতে রেকর্ড পতন
ভারতের অর্থনীতিতে চলমান মন্দার ধাক্কা দেশটির গাড়ি শিল্পেও এসে লেগেছে। গত আগস্টে ভারতে গাড়ি বিক্রির যে হিসাব দেওয়া হয়েছে তা গত দুই দশকে সর্বনিম্ন।
২০১৮ সালের আগস্টে ভারতে মোটরগাড়ি বিক্রির মোট সংখ্যা ছিলো ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৪০১টি। চলতি বছর একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৯৭ লাখ ৩২ হাজার ৪০টিতে। সেই হিসাবে গত আগস্টে গাড়ি বিক্রি কমেছে ১৫ দশমিক ৮৯ শতাংশ।
আজ (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টানা ১০ মাস থেকে দেশটিতে গাড়ি বিক্রির হার নিম্নমুখি। এর আগে ভারতে গাড়ি বিক্রি কমার রেকর্ড দেখা গিয়েছিলো ১৯৯৭-৯৮ সালে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে ভারতে চার চাকার গাড়ি বিক্রি হয়েছিলো ১ লাখ ৯৬ হাজার ৫২৪টি। এর মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা ছিলো ১ লাখ ১৫ হাজার ৯৫৭টি। ২০১৮ সালের আগস্ট মাসে গাড়ি বিক্রি হয়েছিলো ২ লাখ ৮৭ হাজার ১৯৮টি। এর মধ্যে যাত্রীবাহী গাড়ির সংখ্যা ছিলো ১ লাখ ৯৬ হাজার ৮৪৭টি। সেই হিসাবে দেশটিতে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছে ৪১ দশমিক ৯ শতাংশ।
শুধুমাত্র চার চাকা নয়, ভারতে দুই চাকার গাড়ির বাজারেও মন্দা দেখা দিয়েছে। গত আগস্টে দুই চাকার গাড়ি বিক্রির হার কমেছে ২২ দশমিক ২৪ শতাংশ। ২০১৮ সালের আগস্টে ভারতে বিক্রি হয়েছিলো ১৯ লাখ ৪৭ হাজার ৩০৪টি স্কুটার, মোটরসাইকেল ও মোপেড। চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১৯৬ এ।
একই সঙ্গে দেশটিতে মাঝারি ও ভারি বাণিজ্যিক গাড়ি বিক্রি হারও কমেছে। চলতি বছরের আগস্ট মাসে মাঝারি ও ভারি বাণিজ্যিক গাড়ি বিক্রি হার ৫৪ দশমিক ৩ শতাংশ কমেছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
Comments