ডেঙ্গু: খুলনায় মারা গেলেন এক নারী
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে মঙ্গলবার রাতে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা বেগমে সাতক্ষীরার তালা উপজেলার আজরাইল গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী। সোমবার বিকেলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বর্তমানে খুমেকের আইসিইউতে রয়েছে।
এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ১১ জনের মৃত্যু হলো।
Comments