‘ও ভাই’ সিরিজের টিকিট মিলবে ১০০ টাকায়
জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। সর্বনিম্ন একশো টাকা খরচ করে দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন ব্যাট-বলের জমজমাট লড়াই।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট কেনা যাবে। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। বিসিবি হসপিটালিটি লাউঞ্জে বসে খেলা দেখতে হলে এই পরিমাণ অর্থ গুনতে হবে।
টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক পর্বে প্রতিটি দল একে অপরকে দুবার করে মোকাবেলা করবে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ১৫ তারিখ বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ সেপ্টেম্বর ফাইনাল হবে মিরপুরে।
গ্যালারি ও টিকিটের মূল্য:
বিসিবি হসপিটালিটি লাউঞ্জ- ২০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
শহিদ জুয়েল স্ট্যান্ড- ৩০০ টাকা
শহিদ মুশতাক স্ট্যান্ড- ৩০০ টাকা
দক্ষিণ দিকের স্ট্যান্ড- ১৫০ টাকা
উত্তর দিকের স্ট্যান্ড- ১৫০ টাকা
পূর্ব দিকের স্ট্যান্ড- ১০০ টাকা।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
তারিখ/বার |
ম্যাচ |
ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রবিবার |
বাংলাদেশ-আফগানিস্তান |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার |
বাংলাদেশ-আফগানিস্তান |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার |
ফাইনাল |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
*সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
Comments