রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Rangpur medical college and hospital

ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের চার কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নুর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ঢাকার বেঙ্গল সায়েন্টিফিক এন্ড সার্জিকেল কোং এর স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, দিনাজপুরের মো. আব্দুস সাত্তার সরকার, ঢাকার মো. আহসান হাবিব, ইউনির্ভাসেল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমান এবং রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (১২ সেপ্টেম্বর) বলা হয়, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিকেল কলেজে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামাদির প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়।

এর মাধ্যমে সরকারের ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago