প্রাচ্যনাটের নতুন নাটক ‘পুলসিরাত’
প্রাচ্যনাটের নতুন প্রযোজনা ‘পুলসিরাত’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে রাজধানীর নাটক সরণীতে (বেইলি রোড) অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে।
নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
আগামীকাল (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নাটকটি মঞ্চস্থ করা হবে।
প্রাচ্যনাটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘ম্যান ইন দ্য সান’ এর বাংলা অনুবাদ থেকে ‘পুলসিরাত’-এর নাট্যরূপ দেওয়া হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফুল জার্নাল, মিতুল রহমান, জগন্ময় পাল, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, তানজিকুন, শামীম শ্রাবণ, তৃপ্তি প্রমুখ।
উপন্যাসটির বাংলা অনুবাদ করেছেন মাসুমুল আলম এবং নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল।
নাটকটির সেট ডিজাইন করেছেন শাহীনূর রহমান, আলো পরিকল্পনায় রয়েছেন বাবর খাদেমী, পোশাকে বিলকিস জাহান জবা এবং শব্দ ও সংগীতে রয়েছেন নীল কামরুল।
Comments