ছাত্রদলের কাউন্সিলে ‘বাধা’ দেওয়ায় সরকারের নিন্দায় বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপিকে পুনর্গঠনের জন্য তৃণমুল পর্যায় থেকে কাউন্সিল করার সিদ্ধান্তে বাধা প্রয়োগ করছে সরকার।
তিনি বলেন, “বিএনপি দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পর্যায়ে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যন্ত সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেখানে যে কাউন্সিল করা দরকার সেই কাউন্সিল করার অনুমতি দেওয়া হচ্ছে না।”
আজ (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের আয়োজনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গতকাল ছাত্রদলের সাবেক কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক আমান উল্লাহ ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন। এর প্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
Comments